ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রুহুল-রতনা দম্পতিসহ বরিশালের ২১ আসনেই প্রার্থী দিলো জাপা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
রুহুল-রতনা দম্পতিসহ বরিশালের ২১ আসনেই প্রার্থী দিলো জাপা

বরিশাল: বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদের দুই সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু ও নাসরিন জাহান রতনাকে ফের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

কেননা, তারা দুজনেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

হেভিওয়েট ক্যান্ডিডেটদের মধ্যে নাসরিন জাহান রতনার স্বামী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে পটুয়াখালী-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি।

এছাড়া পটুয়াখালী-২ আসনে মো. মহসিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনে মো. নজরুল ইসলাম ও পটুয়াখালী-৪ আসনে আব্দুল মন্নান হাওলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।

গত জুনের সিটি নির্বাচনে গোটা দেশে আলোচনার তুঙ্গে ছিল বরিশাল। এ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস। তাকে জাতীয় সংসদ নির্বাচনে সদর (বরিশাল-৫) আসন থেকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী দলীয় মনোনয়ন পেয়েছেন। বরিশাল-২ আসনে রঞ্জিত কুমার বাড়ৈ; বরিশাল-৩ আসনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু; বরিশাল-৪ আসনে মো. মিজানুর রহমান মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা মনোনয়ন পেয়েছেন বরিশাল-৬ আসন থেকে।

বরগুনা-১ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান, বরগুনা-২ আসনে মিজানুর রহমান, ভোলা-১ আসনে মো. শাহজাহান মিয়া, ভোলা-২ আসনে মো. মিজানুর রহমান, ভোলা-৩ আসনে মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে মো. মিজানুর রহমান, ঝালকাঠি-১ আসনে মো. এজাজুল হক, ঝালকাঠি-২ আসনে মো. আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির মো. নজরুল ইসলাম, পিরোজপুর-২ আসনে খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ আসনে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাশরেকুল আজম রবি দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে গত শুক্রবার জাসদ থেকে বরিশালের ২১ টি আসনের মধ্যে বারোটিতে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে আবু জাফর সূর্য, পটুয়াখালী-১ আসনে কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২ আসনে সাজ্জাদ হোসেন, বরিশাল-৩ আসনে কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বরিশাল-৫ আসনে কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬ আসনে মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১ আসনে সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে সিদ্ধার্থ মণ্ডল, পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন রয়েছেন সাংবাদিক নেতা।

এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও বরিশালে কয়েকটি আসনে দলীয় মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে। যার মধ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বরগুনা-২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি মো. জহুরুল হক টুটুল বরিশাল-২ (উজিরপুর—বানারীপাড়া) আসন থেকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান বরিশাল-৩ (মুলাদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে বরিশাল-৩ আসনে আরও একটি মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।