গোপালগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ছয়জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে এ আসন থেকে পাঁচজন প্রার্থী জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেবেন।
শনিবার (০২ নভেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় কমিশন নির্ধারিত এক শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন।
তিনি আরও জানান, আগামী পাঁচ থেকে নয় ডিসেম্বরের মধ্যে ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মো. কাবির মিয়া জানিয়েছেন, তিনি আপিল করবেন। নির্বাচন করার সুযোগ ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসএম