ফেনী: ফেনীর ৩টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন পত্র বৈধ ও ১৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সোমবার (০৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।
ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ও ৮ জনের বাতিল করা হয়েছে।
ফেনী-২ আসনে (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের বাতিল হয়েছে।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১৪ জন। ৭ জনের মনোনয়ন বৈধ ও ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শাহীনা আক্তার বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এসএইচডি/এসআইএস