কুষ্টিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে কুষ্টিয়ার মোট ৪টি সংসদীয় আসন- ৭৫,৭৬,৭৭ ও ৭৮ এ সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং কর্মকর্তা।
কুষ্টিয়া সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রার্থিতা গৃহীত হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুষ্টিয়া-৩ সদর আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে সাবেক এমপি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
এতে মোট ৪টি সংসদীয় আসনে দাখিল করা ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৯ জনের প্রার্থিতা টিকে থাকলো।
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা জানান, নিয়ম অনুযায়ী ঋণ খেলাপি, আয়কর রিটান দাখিল, লাভজনক চাকরিসহ বিভিন্ন সমস্যা থাকায় বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল সকাল থেকে কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ