ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সৈয়দ ইবরাহিমসহ ১৪ আসনে কল্যাণ পার্টির মনোনয়ন বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
সৈয়দ ইবরাহিমসহ ১৪ আসনে কল্যাণ পার্টির মনোনয়ন বৈধ

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৩ প্রার্থী।

সোমবার (৪ ডিসেম্বর) সংসদের ১৭টি আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কল্যাণ পার্টি। বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত দপ্তর সম্পাদক রাব্বি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলটি বৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

চট্টগ্রাম-কক্সবাজার জেলায় বৈধ প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-৫ আসনে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, চট্টগ্রাম-৮ আসনে মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম-৯ আসনে মুহাম্মদ নুরুল হোসাইন, চট্টগ্রাম-১৫ আসনে মুহাম্মদ সোলাইমান কাসেমী, কক্সবাজার-১ আসনে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, কক্সবাজার-৩ আসনে আবদুল আউয়াল মামুন।

ঢাকা জেলায় বৈধ তালিকায় রয়েছেন ঢাকা-৪ আসনে মো. ইয়াছিন হোসেন ও ঢাকা-১৮ আসনে দয়াল কুমার বড়ুয়া।

কল্যাণ পার্টির অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন- গাইবান্ধা-১ আসনে মোছা. আইরিন আক্তার, গাইবান্ধা-৩ আসনে মো. মাহমুদুল হক, পিরোজপুর-৩ আসনে মো. শহিদুল ইসলাম স্বপন, ঝিনাইদহ-২ আসনে মো. আবু শাহরিয়ার জাহেদী, রংপুর-৬ আসনে মো. জাকারিয়া হোসেন এবং কুমিল্লা-৪ আসনে মো. নাছির আল মামুন।

এদিন বিকেলে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ বছর পূর্তি উপলক্ষে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নির্বাচন উপলক্ষে পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ব্যস্ততার কারণে এবছর বিষদ কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।