ঢাকা: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় যশোর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে এবার তলব করল নির্বাচনী অনুসন্ধান কমিটি। এবার সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন।
সেই জবাব যৌক্তিক না হওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটি ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়, আপনার ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুর ১টার মধ্যে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত ৩ ডিসেম্বরের নোটিশে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
ইইউডি/আরআইএস