হবিগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে যারা আলোচিত প্রার্থী তাদের মধ্যে সম্পদের দিক থেকে বেশ পিছিয়ে সাবেক এমপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু।
তার থেকেও কম সম্পদ নিয়ে ভোটযুদ্ধে আছেন বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের সহোদর এবং স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী গাজী শাহেদের একমাত্র বাৎসরিক আয়ের খাত ব্যবসা। সেখান থেকে তিনি প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার টাকা আয় করেন। তার হাতে নগদ ৭ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালংকার ১ লাখ এবং আরও ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
এদিকে, সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু কৃষি ও ব্যবসা খাত থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন ৫ লাখ ২৫ হাজার টাকা। তার হাতে নগদ ২০ লাখ, স্বর্ণালংকার ১৫ ভরি, একটি বাড়ির মূল্য ৫ লাখ ৪০ হাজার, কৃষি জমি ২৭ একর, অকৃষি জমি ৬ কাঠা এবং তার ৫০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র রয়েছে।
সাবেক এই জনপ্রতিনিধির নামে দুইটি মামলা থাকলেও সেগুলো আপোষগণ্যে প্রত্যাহার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসআরএস