ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আবু হোসেনকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আবু হোসেনকে শোকজ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি ভাঙ্গের অভিযোগে ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে শোকজ দিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা মো. তসরুজ্জামান এ সংক্রান্ত নোটিশ দেন তাকে।

এতে বলা হয়, গত ৭ ডিসেম্বর, ১২ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর কমিটি নির্বাচনী এলাকা পরিদর্শনকালে খিলগাঁও, মুগদা. সবুজবাগসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রতীকসহ প্রার্থীর ছবি, সমর্থকদের আগাম প্রচারণামূলক পোস্টার পাওয়া গেছে। এটা নির্বাচনপূর্ব অনিয়ম।

তাই ১৯ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে কার্যালয়ে (যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২) ব্যক্তিগতভাবে বা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে কমিটি।

এদিকে মেয়র হানিফ ফ্লাইওভার, বিক্রমপুর প্লাজাসহ কয়েক জায়গায় আগাম প্রচারণামূলক পোস্টার ব্যানার অপসারণ না করায় ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেনকেও ১৭ ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা নুসরাত জাহান খান।

বাংলাদেশ সময়: ২৩৪৩ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।