ঢাকা: দ্বৈত নাগরিকত্বের কারণে ফরিদপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) শুনানি করে তার প্রার্থিতা বাতিল করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।
তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ইইউডি/আরএইচ