ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচন করছেন না ঊষাতন তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচন করছেন না ঊষাতন তালুকদার

রাঙামাটি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে সরে এসেছেন অনিবন্ধিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে ওই প্রার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

 

ঊষাতন তালুকদার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নিয়ম অনুযায়ী শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহার পত্র জমা দিয়েছি।  

২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন পিসিজেএসএস নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

এ আসনে ঊষাতন তালুকদার সরে দাঁড়ালেও ২৯৯ আসনে নির্বাচনী লড়াইয়ে এখনও মাঠে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হারুন মাতব্বর, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।