ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু নির্বাচন কমিশনে (ইসি) শোকজের জবাব দিতে এসে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে বিকেল ৩টায় এসে আধাঘণ্টার মতো অবস্থান করেন।
সাংবাদিকরা কী কারণ দর্শালেন- জানতে চাইলে এ নেতা বলেন, নো কমেন্টস। পরে তিনি গাড়িতে উঠে চলে যান।
গত ৯ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে আমুকে নোটিশ দেয় নির্বাচন কমিশন। এতে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় উপস্থিত হতে বলা হয়।
আওয়ামী লীগের এ নেতাকে দেওয়া কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তা মানা করা সত্ত্বেও জনসভা করায় ও ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এজন্য তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে দেওয়ার জন্য বলে ইসি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ইইউডি/আরবি