নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনে পাঁচজন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তারা প্রত্যাহারপত্র জমা দেন।
প্রার্থিতা প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) স্বতন্ত্র প্রার্থী মারুফুল ইসলাম ঝলক, স্বতন্ত্র প্রার্থী এরফান হোসেন, স্বতন্ত্র প্রার্থী রাবিয়া সুলতানা, নারায়ণগঞ্জ-৪ আসনে (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) জাতীয় পার্টির মো. ছালাউদ্দিন খোকা ও নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) জাকের পার্টির মোর্শেদ হাসান।
এদিকে, জাকের পার্টির পাঁচটি আসনের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও একজন ছাড়া বাকিরা প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেননি। এরমধ্যে, একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, নারায়ণগঞ্জের তিনটি আসনের কিছু প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে বাকি প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমআরপি/এসআইএ