ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকাকে সমর্থন দিতে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন দুই এমপি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
নৌকাকে সমর্থন দিতে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন দুই এমপি

রাজশাহী: রাজশাহীতে দুইজন সংসদ সদস্য (এমপি) ও জাকের পার্টির দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।  

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রার্থিতা প্রত্যাহার করা চারজন হলেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৫ আসনের জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাকের পার্টির প্রার্থী রিপন আলী।  

সংসদ সদস্য আয়েন উদ্দিন ও ডা. মনসুর রহমান এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে তারা শেষ পর্যন্ত নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।  

আর জাকের পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সব আসনের প্রার্থী প্রত্যাহারের কথা জানিয়েছে। তাই দলটির রাজশাহীর দুজন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ জানান, যাচাই-বাছাইয়ের সময় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন তিনি। এর বিরুদ্ধে আপিল করে মোট ছয়জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি, রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হিসেব মতে, রাজশাহীতে এখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪০ জন। এরমধ্যে রাজশাহী-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি দিয়েছে ১৪ দলীয় জোট। তাই প্রতীক বরাদ্দের দিন ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৩৯ জনে।

আপিলের মাধ্যমে ছয়জন প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ার কথা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা জানালেও রাজশাহী-১ আসনে আরেক প্রার্থীর বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার কথা জানিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র রিটার্নিং কর্মকর্তা পাননি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো আদেশ তিনি পাননি এখনও। আদেশ পেলে প্রার্থীর সংখ্যা একজন বাড়বে।

আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।