ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজনীতির সঙ্গে ক্রিকেটেও সক্রিয় থাকবেন সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
রাজনীতির সঙ্গে ক্রিকেটেও সক্রিয় থাকবেন সাকিব

গোপালগঞ্জ: ক্রিকেটে বিশ্বখ্যাত অল রাউন্ডার, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী সাকিব আল হাসান রাজনীতি ও ক্রিকেটের মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চান। আপাতত তিনি নির্বাচনী কাজ করছেন এবং বিজয়ী হলে কীভাবে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন করা যায়, সেই পরিকল্পনা করছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এরপর তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

তিনি রাজনীতিতে নতুন- সমালোচকদের এমন মন্তব্য উড়িয়ে না দিয়ে সাকিব বলেন, আমি যেমন খেলার মাঠে সক্রিয়, তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকব। রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।

এর আগে সোমবার সকাল ১০টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছ থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান সাকিব।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।