ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীর তিনটি আসনে ২১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ফেনীর তিনটি আসনে ২১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ফেনী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল অনুযায়ী ফেনীর তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনে আলাউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারীসহ তিনটি আসনে ২১ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীনা আক্তার।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে প্রতীক প্রাপ্ত ৬ প্রার্থী হলেন-আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাহবুব মোরশেদ মজুমদার, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, তৃণমূল বিএনপির মো. শাহজাহান (শাজু) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন চৌধুরী।

ফেনী-২ আসনে নির্বাচনী প্রতীক প্রাপ্ত ৮ প্রার্থী হলেন-আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, তৃণমূল বিএনপির আ.ই.ম আমজাদ হোসেন ভূঞা, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নূরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ নুরুল আমিন ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম।

ফেনী-৩ আসনে নির্বাচনী প্রতীক প্রাপ্ত ৭ প্রার্থী হলেন-জাতীয় পাটির মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান, বাংলাদেশ সুপ্রিম পাটির তবারক হোসেন, ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দীন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছির ও স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ।

প্রতীক বরাদ্দ পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। এ সময় প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।