ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হিরো আলমের ‘ধোঁকা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
হিরো আলমের ‘ধোঁকা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতারা।

ঢাকা: আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ‘ধোঁকা’ দেওয়ায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতারা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিজয় সরণি এলাকায় ওই পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ৩৮৬ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার সম্মতি দেওয়ায় তাদের ধন্যবাদ এবং অন্যান্যদের একতরফা নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সেই সংবাদ সম্মেলনে পরিষদের অন্যান্যদের পাশাপাশি হিরো আলমও বক্তব্য রাখেন। প্রার্থিতা প্রত্যাহারের ৩৮৬ জনের মধ্যে হিরো আলমও ছিল। হিরো আলম কিছুদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ করছিল। হিরো আলম জানিয়েছিলেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের ব্যানারেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। কিন্তু হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পল্টিবাজি করছেন। ওই সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচন করার ঘোষণা দেন। যা সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের চেয়ে দ্বাদশ নির্বাচনে আরো নির্লজ্জ ও কারচুপির নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। এটা নিশ্চিত হয়ে তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলন করে আমরা নির্বাচন প্রত্যাখান করেছে। সেই সঙ্গে ৩শ’ প্রার্থীদের সঙ্গে আলোচনা করেই আমরা মনোনয়ন ফরম কেনা থেকেও বিরত থাকি। তাছাড়া জাতির স্বার্থে প্রার্থিতা প্রত্যাহারের জন্য আমরা অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখি।

আব্দুর রহিম বলেন, হিরো আলম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন থেকে সরে জানানোর ঘোষণা দিয়ে, একই বক্তব্যের শেষে আবার বলেন যে, নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখার জন্য হলেও একজন লোক নির্বাচনে থাকা প্রয়োজন। আমি হচ্ছি সে ব্যক্তি, কিন্তু আমি যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি।

তিনি বলেন, সংবাদ সম্মেলনের আয়োজনকারী হিসেবে আমাদের বক্তব্য ও মূল বিষয়ে সঠিক তথ্যাদি প্রচারে প্রাধান্য না দিয়ে শুধু হিরো আলমের ডিগবাজিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ আজকের সংবাদ সম্মেলন।

আব্দুর রহিম প্রশ্ন রেখে বলেন, হিরো আলমের এই ডিগবাজি দেওয়ার কারণ কি জানি না। তবে আমার ধারণা, আমাদের ব্যানারকে ব্যবহার করে সুচতুর হিরো আলম অর্থনৈতিক ও এমপি পদের সুবিধা নিশ্চিত করতেই এই সংবাদ সম্মেলনকে ব্যবহার করেছেন। সরকারের দরকষাকষিতেও বিক্রি হতে পারে হিরো আলম। তার বিচারের দায়ভার জনতার কাছেই দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন বাংলার চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী, রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।