ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৬৩ পুলিশ বদলিতে ইসির সম্মতি চায় জননিরাপত্তা বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
৬৩ পুলিশ বদলিতে ইসির সম্মতি চায় জননিরাপত্তা বিভাগ

ঢাকা: সাব ইন্সপেক্টরসহ (এসআই) ৬৩ পুলিশ সদস্যের বদলির জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে।

এতে বলা হয়েছে, ঢাকা রেঞ্জে যোগ দেওয়া একজন এসআই, একজন এএসআই, দুইজন নায়েকসহ ৬৩ (তেষট্টি) জন পুলিশ সদস্যকে ঢাকা রেঞ্জের অধীন বিভিন্ন জেলা/ইউনিটে পদায়ন/বদলির জন্য নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর হতে এ বিভাগে অনুরোধ করা হয়েছে।

ওই প্রস্তাব সদয় সম্মতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এ সাথে প্রেরণ করা হলো।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।