ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: শহীদ উল্লা খন্দকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব: শহীদ উল্লা খন্দকার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, দেশি-বিদেশি কুচক্রীমহল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

সেই চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে মোকাবিলা করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলায় নৌকার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এই দুই উপজেলার জনগণ তাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন।

বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মো. কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বান্ধাবাড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বক্তব্য রাখেন।

এর আগে শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।