ঢাকা: রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণার মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ মারামারির ঘটনা ঘটে।
আহতরা হলেন - জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরও কয়েকজন।
তবে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা।
তিনি বলেন, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে। এমন সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোঁটা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন দাবি করেন।
জানা যায়, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এজেডএস/এসএএইচ