গাইবান্ধা: পত্রিকায় প্রকাশিত নির্বাচনী পোস্টারে দলের প্রয়াত চেয়ারম্যান এরশাদের ছবি ব্যবহার করায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের (সদর) বিচারক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।
নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপান। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেছেন তিনি। নিয়ম অনুযায়ী শুধু পার্টির বর্তমান চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএএইচ