ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাজারের পথ আটকে মাশরাফির প্যান্ডেল, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
বাজারের পথ আটকে মাশরাফির প্যান্ডেল, জরিমানা

নড়াইল: রূপগঞ্জ বাজারে নড়াইল-০২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার জন্য একটি পথসভার প্যান্ডেল বানানোর দায়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।  

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে জনগণের চলাচলের পথ আটকে বাজারে মধ্যে রাস্তায় প্যান্ডেল বানানোর জন্য ওই জরিমানা করা হয়।

নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস।  রূপগঞ্জ বাজারের মধ্যে জনগণের চলাচলে বিঘ্ন করে সভার প্যান্ডেল করায় ওই বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও নির্বাচন আচরণবিধি প্রতিপালনের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ