ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নসরুল হামিদকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চায় কোন্ডা ইউনিয়নবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
নসরুল হামিদকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চায় কোন্ডা ইউনিয়নবাসী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং নসরুল হামিদ বিপুর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বাদশ জাতীয় নির্বাচনে তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চায় কোন্ডা ইউনিয়নবাসী।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ইস্টার্ন বাজারে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তারা এ কথা বলেন।

অসুস্থ থাকায় এ আয়োজনে উপস্থিত থাকতে পারেননি নসরুল হামিদ।

বক্তারা বলেন, নসরুল হামিদ যে উন্নয়ন করেছেন, ভোট দিয়েও তার ঋণ শোধ করতে পারবো না। আবারও আমরা তাকে আমাদের পাশে পাওয়ার জন্য ভোট দেব। তাই এলাকার জনগণ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নসরুল হামিদকে নৌকা মার্কায় ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। উঠান বৈঠক থেকে আমরা সবাই ঐকমতে পৌঁছেছি। আবারও তাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো।

ঢাকা জেলা যুব লীগের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, স্বাধীনতার পর কেরানীগঞ্জে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি৷  নসরুল হামিদ বিপু সংসদ সদস্য হওয়ার পর গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। একটা সময় আমরা লুঙ্গি পরে বাসা থেকে রওয়ানা হয়ে পোস্তগোলা গিয়ে প্যান্ট পরে ঢাকা যেতাম বিভিন্ন কাজে৷ বর্তমানে প্রতিটি বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার তথা বিপু ভাইয়ের জন্য।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই মিলে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবো। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার তথা নসরুল হামিদ বিপুকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

বক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রধান নজরুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান চৌধুরী ফারুক, ঢাকা জেলা যুব লীগের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহমেদ নিরব উপস্থিত ছিলেন। আরও ছিলেন উঠান বৈঠকে বক্তারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের কেন্দ্র সচিব দুদু মেম্বার, কেন্দ্রের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন ভান্ডারি, কেন্দ্র কমিটির সদস্য জহিরুল ইসলাম, আহসানউল্লাহ, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন মাস্টার, ইকবাল হোসেন নিবির মেম্বার, কোন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।