নীলফামারী: জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে ৫৬৩টি কেন্দ্রে। ভোট গ্রহণের জন্য শনিবার (৬ জানুয়ারি) বিকেলের মধ্যে এসব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টির মধ্যে ৪০টি, নীলফামারী-২ (সদর) আসনে ১৩৫টির মধ্যে ৩৩টি, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টির মধ্যে ৪৬টি, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টির মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ রয়েছে। রিটার্নিং কর্মকর্তার দপ্তর এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ জানান, জেলায় চারটি সংসদীয় আসনে ৫৬৩টি ভোট কেন্দ্রে তিন হাজার ৩৫৪টি বুথে ভোটগ্রহণ হবে। গুরুত্বপূর্ণ ১৬৮টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরা নির্বাচনী মাঠে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এসআইএ