ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬৯ নম্বর কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদরাসা) কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।  এ সময় স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

  

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম এ তথ্য নিশ্চিত জানান, গণপিটুনিতে আহত হামলাকারীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সবাই পালিয়ে গেলেও একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ ব্যাপারে স্থানীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। সেজন্য তারাই হামলা প্রতিরোধ করেছে। রোববার ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।