ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ঢাকা ১৫ আসনের বিভিন্ন কেন্দ্র ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
রোববার (৭ জানুয়ারি) ঢাকা ১৫ আসনের শেওড়াপাড়া, কাজীপাড়া ও পশ্চিম কাফরুলের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এদিন সকাল সাড়ে ৮টায় পশ্চিম কাফরুলের হালিম ফাউন্ডেশন স্কুলে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারদের উপস্থিতি তেমন নেই। দুই একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে নৌকা প্রতীকের এজেন্টদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
শীতের সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নৌকা প্রতীক নিয়ে একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন।
এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম ইসলাম (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির নাজমা বেগম (আম), জাতীয় সমাজতান্ত্রিক দল মো. শামসুল ইসলাম (মশাল), বাংলাদেশ কংগ্রেসের আশরাফ হোসাইন সরকার (ডাব), বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুল আলম চৌধুরী (একতারা), তৃণমূল বিএনপির মো. এমদাদ (সোনালি আঁশ), জাতীয় পার্টির শামসুল হক (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএমএকে/এফআর