ঢাকা: উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঢাকা-৬ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা -৬ আসনের কবি নজরুল সরকারি কলেজের ৫৫ নং ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. খাদেমুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নিদিষ্ট সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমার কেন্দ্রে মোট ভোটার সাড়ে ৪ হাজার। এছাড়া এখানে আরো দুইটি কেন্দ্রে রয়েছে ৫৬ ও ৫৭ মোট তিনটি কেন্দ্রে প্রায় ৯ হাজারে মতো ভোটার রয়েছে। এখন ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এখন পর্যন্ত নৌকার প্রতীকের পুলিং এজেন্ড আমাদের কাছে রিপোর্ট করেছে।
ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫৬ নং ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: রোকনুজামান বাংলানিউজকে বলেন, মোট ভোটার ২ হাজার ৪২০ জন। নৌকা প্রতীকের ও বাইসাইকেলের পুলিং এজেন্ট এসেছে। নিদিষ্ট সময়ে ভোট দেয়া শুরু হয়েছে।
একই বিদ্যালয়ের ৫৭ নং কেন্দ্রের প্রবসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মোট ভোটার ১৪৬৫ জন। শুধু নারী ভোটার। ৮ টায় প্রথম ভোট পড়েছে। ৭ জন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত নৌকা প্রতীকের ও বাইসাইকেলের পুলিং এজেন্ট এসেছে।
ঢাকা- ৬ আসনে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৫১৫ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৭ হাজার ৮০৭ জন, নারী এক লাখ ৩৩ হাজার ৭০৬ জন এবং তৃতীয়লিঙ্গ ২ জন। মোট প্রার্থী ৭ জন।
জানা গেছে, নির্বাচন উপলক্ষে রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী সব সরঞ্জাম ভোটকেন্দ্রে এর আগে পৌঁছে গেছে। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। এছাড়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে এবার ২৯৯ আসনে হবে নির্বাচন। এবার ২৯৯ সংসদীয় আসনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২৷ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
বাংলাদেশ সময় : ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭,২০২৪
জিসিজি/এমএম