ঢাকা: সারাদেশে রবিবার (৭ জানুয়ারি) একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রবিবার সকালে রাজধানীর খিলগাঁও বালিকা বিদ্যালয় কেন্দ্রের সরজমিনের যে দেখা যায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ভালো।
নতুন ভোটার থেকে শুরু করে বৃদ্ধ ভোটারেরাও এসেছেন ভোট দিতে।
সাবিনা আক্তার এসেছেন প্রথম ভোট দিতে। তিনি বাংলানিউজকে বলেন, আমি এবার নতুন ভোটার হয়েছি। এলাকার উন্নয়নের যিনি কাজ করবেন তাকেই ভোট দিব। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করে সাধারণ জনগণের খোঁজখবর রাখবেন এমনটি প্রত্যাশা করি জনপ্রতিনিধিদের কাছে।
ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটের পরিবেশ খুবই ভালো। বাইরের পরিবেশের পাশাপাশি ভিতরে পরিবেশও ভালো বলে মন্তব্য করেন সাধারণ ভোটাররা।
এদিকে, এই কেন্দ্রের সকাল সাড়ে আটটায় নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বী সাহেবের হোসেন চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। আশা করি দিন শেষে একটি সুন্দর ভোট অনুষ্ঠিত হবে। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
টিএ/এমএম