ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিতে এসেছেন মাংস ব্যবসায়ী সুজন ব্যাপারী। ভোটার তালিকায় নিজের নাম খুঁজে নিতে একটু সমস্যা হলেও জীবনের প্রথম ভোট দিতে মিস করতে চান না তিনি।
রোববার (০৭ জানুয়ারি) সকালে ঢাকা ১৫ আসনের কাজীপাড়া সিদ্দিকীয়া মাদরাসায় ভোট দিতে এসে এ কথা বলেন তিনি।
সুজন বলেন, আমার বাড়ি বিক্রমপুর হলেও আমার পরিবারের ৭ জনের মধ্যে ৫ জনই ঢাকার ভোটার সবাই ভোট দিতে এসেছেন। এ বছরই আমি প্রথম ভোটার হয়েছি, এনআইডি নিয়ে এসেছি ভোটার নাম্বারটা পেতে একটু কষ্ট হলেও জীবনের প্রথম ভোট মিস করতে চাই না।
তিনি আরো বলেন, ছোট বেলা থেকে দেখেছি ভোটের দিন পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এই উৎসবে আমিও যুক্ত হলাম।
আগামীতেও নিয়মিত ভোট দিতে চান বলে তিনি উল্লেখ করেন।
সুজনের মতো শেওড়াপাড়ার হাজী আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ে জীবনের প্রথম ভোট দিতে এসেছেন সাজিদ রহমান।
তিনি বাংলানিউজকে বলেন, গতবার নির্বাচনে ভোটার হলেও পারিবারিক সমস্যার কারণে ভোট দিতে পারিনি। তাই আজ সকালে এসেই নাগরিক অধিকারটা প্রয়োগ করলাম।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএমএকে/এসআইএস