ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-৪: চার কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ১৪%

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-৪: চার কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ১৪%

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ ও ৫৯ আসন নিয়ে গঠিত ঢাকা-৪ আসন।

রোববার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত এই আসনের নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ পাওয়া যায়নি।

ভোটার উপস্থিতিও কম আসনের কেন্দ্রগুলোয়।

এর মধ্যে চারটি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণের হার ১৪ শতাংশের কিছু কম। এ তথ্য জানিয়েছেন কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা।

আসনের ড. আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল আলম জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোটার ৪ হাজার ১৫৩ জন ভোটারের মধ্যে ৪৬৮ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ১১ দশমিক ২৬ শতাংশ।  

শ্যামপুর এলাকার সালাহউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র; একটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৮ জন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন মিনা জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩৬১ জন ভোট দিয়েছেন। গড় ভোট প্রদানের হার ১০ দশমিক ৮৪ শতাংশ।

অপরটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭৩ জন। প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মোট ৪৯১ জন ভোট দিয়েছেন। গড় ভোট প্রদানের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

অপরদিকে বাইতুল মামুর কওমি মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৭৭। প্রিসাইডিং অফিসার নবনূর ইসলাম খান জানান, এর মধ্যে ৬৬৭ জন ভোট দিয়েছেন। গড় ভোট প্রদানের হার ১৯ দশমিক ২ শতাংশ।

সেই হিসেবে এই চারটি কেন্দ্রে গড় ভোট প্রদানের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সব কেন্দ্রে প্রধান তিন প্রার্থীর এজেন্ট রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া আওলাদ হোসেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ভোটের দৌড়ে।

গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ ছাড় দেওয়ায় এখানে জিতেছিলেন জাতীয় পার্টির আবু হোসেন বাবলা। এবার ছাড় না পেয়ে লাঙ্গল প্রতীকে লড়াই করছেন দলের কো-চেয়ারম্যান। তাই এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন স্থানীয়রা। এছাড়াও বিভিন্ন দলের আরও ৬ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ

Veet