ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঘাটাইলে পোলিং অফিসারের সামনে নৌকায় ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঘাটাইলে পোলিং অফিসারের সামনে নৌকায় ভোট

টাঙ্গাইল: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে পোলিং অফিসারের সামনে নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে হেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ নং কক্ষে আজিম উদ্দিন নামের এক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। পরে পোলিং অফিসার কাজী জহুরুল হকের সামনে নৌকায় সিল দেন। অভিযোগ রয়েছে, কয়েক ঘণ্টা ধরে প্রকাশ্যে এ কেন্দ্রে নৌকায় ভোট নিচ্ছেন পোলিং অফিসাররা।

পোলিং অফিসার কাজী জহুরুল হক বলেন, আমি তাকে মানা করেছি।
 
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, অনেক ভোটার না বুঝে সিল দিয়েছে। পরে প্রিসাইডিং অফিসার সবাইকে শাসিয়ে দেন।

তিনি জানান, এ কেন্দ্রে প্রায় চার হাজার ভোট রয়েছে। দুপুর ২টা পর্যন্ত কতগুলো গ্রহণ হয়েছে, তার কোনো তথ্য দেননি তিনি।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ

Veet