ঢাকা : ঢাকা-৮ আসনের ঢাকা মেডিকেল কলেজ ভোটকেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ১০৮টি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫৬ জন।
রোববার (৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ আবদুল হালিমের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
তিনি জানান, সকল প্রস্তুতি শেষে সকাল আটটা থেকে ভোটারদের ভোট দেওয়ার কার্যক্রম শুরু হয়। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১০৮ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে সর্বমোট ভোটার ১৮৫৬ জন। ঢাকা-৮ আসনে প্রার্থী আছেন ১১ জন।
ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের ভেতরে দেখা যায় কয়েকজন ভোটার লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় তারা। পাশাপাশি কেন্দ্রের বাইরেও কিছু সংখ্যক লোককে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এজেডএস/এমএইচবি