ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এখন না, কথা বলার সময় অনেক আছে: শাহজাহান ওমর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এখন না, কথা বলার সময় অনেক আছে: শাহজাহান ওমর

ঝালকাঠি: ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

এ আসনে ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। ধানের শীষ ছেড়ে নৌকায় ওঠা এ প্রার্থীর বিপরীতে ছিলেন আরও সাতজন। আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।

দল বদলে নৌকার নির্বাচন করা এম শাহজাহান ওমর ভোট দিয়েছেন উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে প্রকাশ্যে নৌকায় সিল দেন তিনি।

ভোট প্রদানের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এ নৌকার প্রার্থী বলেন, এখন কথা বলার সময় না। নাগরিক হিসেবে ভোটাধিকার আছে এবং আমি নিজেও প্রার্থী, তাই ভাট দিয়েছি। কথা বলার অনেক সময় আছে। পরে কথা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।