ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভেড়ামারায় পিছিয়ে পড়লেন হাসানুল হক ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভেড়ামারায় পিছিয়ে পড়লেন হাসানুল হক ইনু হাসানুল হক ইনু

কুষ্টিয়া: দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের ভেড়ামারার ৫০টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু অনেকটা পিছিয়ে পড়েছেন।

১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি এ উপজেলায় পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট।

অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে ইনুর।

এদিকে ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।