ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৮ আসনে জাপার শেরীফা কাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন খসরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-১৮ আসনে জাপার শেরীফা কাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন খসরু

ঢাকা: ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী কেটলী প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খসরু ৮৯ হাজার ৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়েছেন।

এ ই আসনে জাতীয় পার্টির জি এম কাদেরর স্ত্রী শেরিফা কাদেরকে অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও তিনি ৬ হাজার ৪২৮ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমকে/এসসি/টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।