ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-৭ আসনে মোস্তফা আলম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বগুড়া-৭ আসনে মোস্তফা আলম জয়ী

বগুড়া: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডা. মোস্তফা আলম নান্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ টি এম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, এ আসনে ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।