ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ বাতিল

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছের সুপ্রিম কোর্ট। ফলে আগামী ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে কোনো বাধা থাকল না।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ মার্চ ভোটগ্রহণের প্রস্তুতি চলছে।

সাইদুর রহমান জানান, সম্প্রতি জেলা পরিষদ আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য উচ্চ আদালতে রিট করলে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। পরে পরে নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করেন। এজন্য আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।

 

তিনি বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। তফসিল অনুযায়ী ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে ভোট হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। জেলার নয় উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) এক হাজার ১০৪ জন।

প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (প্রতীক-আনারস), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী (প্রতীক-ঘোড়া), কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক (প্রতীক-চশমা) ও মো. ফরিদ আহমেদ তালুকদার (প্রতীক-মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।