ঢাকা: এবার কুয়েতে স্মার্টকার্ড উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান স্মার্টকার্ড কার্যক্রম উদ্বোধন করবেন।
তিনি বুধবার (১ মে) দেশটির উদ্দেশে রওনা দেবেন। ফিরবেন আগামী ৭ মে। তার সঙ্গে যাবেন একান্ত সচিব আসমা দিলারা জান্নাত ও ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা বেগম। এ সফরের সমুদয় ব্যয় করা হবে স্মার্টকার্ড তথা আইডিইএ প্রকল্প থেকে।
এর আগে যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আবর আমিরাত, সৌদি আরব ও কাতারে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে ইসি।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ইইউডি/আরবি