ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন, প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশের মতো ভোট পড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ৮, ২০২৪
উপজেলা নির্বাচন, প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশের মতো ভোট পড়েছে

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় ৭ থেকে ৮ শতাংশের মতো ভোট পড়েছে।

বুধবার (০৮ মে) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানিয়েছেন৷ 

তিনি বলেন, প্রথম দুই ঘণ্টায় সাত থেকে আট শতাংশ ভোট পড়েছে।

শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর আগে আচরণ বিধি ভঙ্গের কারণে সুনামগঞ্জের শাল্লায় প্রিসাইডিং অফিসারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া পাবনার সুজানগর, কুষ্টিয়া সদর উপজেলায় আটক করা হয়েছে কয়েকজনকে।

সকাল ৮টায় ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ৮, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।