ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে ৯০ বছরের হাজারি লাল কয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ৮, ২০২৪
ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে ৯০ বছরের হাজারি লাল কয়াল

সাতক্ষীরা: বয়স ৯০ পেরিয়েছে হাজারি লাল কয়ালের। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও শেষবারের মতো ভোট দেওয়ার ইচ্ছা তার।

তাইতো ছেলের হাত ধরে কেন্দ্রে এসেছেন উপজেলা নির্বাচনের ভোট দিতে।

বৃহস্পতিবার (৮ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৫৬নং দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

হাজারি লাল কয়ালের বাড়ি ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ বংশীপুর গ্রামে।

বৃদ্ধ হাজারি লাল কয়াল বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, আমি অনেক খুশি। আমার বয়স ৯০ পেরিয়েছে, এখন আর হাঁটাচলা করতে পারিনে। তারপরও আসলাম ছেলের সঙ্গে। হয়তো আর ভোট দিতে পারবো না। এটাই আমার জীবনের শেষ ভোট। তাই কষ্ট হলেও আসলাম।

হাজারি লালের ছেলে সুকদেব কয়াল বলেন, বাবা খুব অসুস্থ। বাড়িতে কয়দিন ধরে বলছে এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট, আমাকে ভোট দিতে নিয়ে যেও। অসুস্থ হওয়ার পরও তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি অনেক খুশি।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।