ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বন্দরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৮, ২০২৪
বন্দরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ায় নাঈম নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী এম এ রশীদের পক্ষে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট নারায়ণগঞ্জের বন্দরের আসাদ মিয়ার ছেলে নাঈম ওরফে ওমর ফারুককে আটক করেছেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মামুন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ৮, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।