ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান হলেন মিরাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান হলেন মিরাজ

পিরোজপুর: ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ।  

গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ওই একই উপজেলা থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন।

 

মিরাজুল ইসলাম পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই।

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, গত ২ মে  মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ ৪ জন মনোনয়ন পত্র জমা দেন। জেপি (মঞ্জু) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মাহিবুল ইসলাম মাহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকে এহসাম হাওলাদার মনোনয়নপত্র জমা দেন।  

গত ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল ইসলাম মাহিমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান।

রোববার (১২ মে) মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন ও যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। সে সূত্রে নির্বাচন কমিশন মিরাজুল ইসলামকে পুনরায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ভান্ডারিয়া উপজেলায় মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে  বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীন একক প্রার্থী হওয়ায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভান্ডারিয়া উপজেলা ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৬৪১টি। যার মধ্যে ৬৮ হাজার ৬২৬ জন পুরুষ ভোটার আর ৬৭ হাজার ১৫ জন নারী ভোটার। ওই উপজেলায় আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণের কথা ছিল।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।