ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি কার্যক্রম দেখতে ব্রিটেন যাবেন ইসি আলমগীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এনআইডি কার্যক্রম দেখতে ব্রিটেন যাবেন ইসি আলমগীর নির্বাচন কমিশনার মো. আলমগীর, ফাইল ফটো

ঢাকা: প্রবাসীদের ভোটার করে নেওয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

সম্প্রতি চিঠিটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোটার কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য আগামী ৬ থেকে ১৫ জুন যুক্তরাজ্য ভ্রমণ করবেন। তার সঙ্গে যাবেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান। মো. আলমগীর তার ব্যক্তিগত খরচে স্ত্রী বিলকিস আরাকে নিয়ে যাবেন।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, এটি একটি অফিসিয়াল সফর। এ সফরের সমুদয় ব্যয় স্মার্টকার্ড প্রকল্প তথা আইডিইএ-২ প্রকল্প থেকে বহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৪, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।