ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌র ১৫‌ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৫, ২০২৪
টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌র ১৫‌ দিনের কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপু‌রে জাল দেওয়ার সময় এক‌টি কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌কে আটক করা হ‌য়ে‌ছে। প‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে জাল ভোট দেওয়ার অপরা‌ধে ওই প্রিসাইডিং কর্মকর্তা‌কে ১৫‌দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দেন ক‌রেন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কি‌শোর কুমার দাস।

 

বুধবার (৫ জুন) বি‌কে‌লে উপ‌জেলার হেমনগর ইউনিয়‌নের খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌ খায়রুল ইসলাম‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট।  

দ‌ণ্ডপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

জানা গে‌ছে, চতুর্থধা‌পে গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নের শেষ সম‌য়ে একজন প্রার্থী‌কে ৫‌টি জাল ভোট দেয়। প‌রে সিলযুক্ত ব‌্যালট পেপার বা‌ক্সে ফালা‌নোর সময় সেখা‌নে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ‌কি‌শোর কুমার দাস তা‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ওই কর্মকর্তা‌কে কারাদণ্ড দেওয়া হয়।

উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ৫, ২০২৪
জেএইচ
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।