ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জরিমানাসহ হিসাব দিয়ে পার পেল গণফ্রন্টসহ দুটি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ১১, ২০২৪
জরিমানাসহ হিসাব দিয়ে পার পেল গণফ্রন্টসহ দুটি দল

ঢাকা: অবশেষে জরিমানাসহ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব দিয়ে নিবন্ধন রক্ষা করল গণফ্রন্টসহ দু’টি রাজনৈতিক দল।

মঙ্গলবার (১১ জুন) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়েছেন।

গত ৭ সাত জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২৮টি অংশ নেয়। ভোটের নব্বই দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)। এক্ষেত্রে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ, গণফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ছাড়া বাকি ২৫টি দল গত ৭ এপ্রিলের মধ্যে ব্যয় বিবরণী জমা দেয়।

পরে ওই তিনটি দলকে এক মাস সময় দিয়ে সতর্ক করলেও তারা গাঁ করেনি। ফলে ১০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের মধ্যে হিসাব জমা দিতে শেষ সুযোগ দেয় সংস্থাটি। একইসঙ্গে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কৃষক শ্রমিক জনতা লীগের কোনো দলীয় ব্যয় হয়নি। ব্যক্তির ব্যয় হয়েছে বলে দলটির ব্যাখ্যা গ্রহণ করেছেন কমিশন৷ তবে গণফ্রন্ট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জরিমানাসহ হিসাব দিয়েছে।

এর আগে ২০১৪ সালে জাতীয় পার্টিকে জরিমানা দিয়ে নিবন্ধন রক্ষা করতে হয়েছিল।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ ১৬টি দল অংশ নেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২৪
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।