ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে চলছে ভোটগ্রহণ।  

বুধবার (২৬ জুন) সকাল ৮টায় আরম্ভ হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে।  

১৪ টি ভোট কেন্দ্রের ১০৬ টি ভোট কক্ষে পৌর এলাকার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১৮ হাজার ৩৮৫ জন।  

নির্বাচনে শুধু মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  


পৌরসভার সদ্য সাবেক মেয়র হারিচুরর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করায় এই পদটি শূন্য হয়।  

পৌরসভার আওতাধীন নয়টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে পূর্বের জনপ্রতিনিধিরা বহাল থাকায় এ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।  

১৯৯৬ সালে গঠিত ১২ বর্গ কিলোমিটার আয়তনের গৌরনদী পৌর এলাকায় বসবাস করেন প্রায় ৫০ হাজার বাসিন্দা।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ২৬ জুন, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।