ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসিতে সংস্কারের দাবিতে নাগরিক সমাজের বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ইসিতে সংস্কারের দাবিতে নাগরিক সমাজের বিক্ষোভ 

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ ও কমিশনের সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘নাগরিক সমাজ’।

বুধবার (০৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন৷ 

বিগত ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজ ইসি সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট পাঁচ দফা দাবি জানিয়েছে।

এগুলো হলো- আউয়াল কমিশনের পদত্যাগ, ২০১৮ সালের কেএম নূরুল হুদা কমিশনের বিচার, ২০১৪ সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের ‘দালাল’ কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন।

শেখ হাসিনা সরকারের পতনের পর আগেও নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে কয়েকবার ঝটিকা বিক্ষোভ হয়েছে। মূলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে নির্বাচন ভবনের সামনে আগেও কোনো গোষ্ঠী অবস্থান নিতে পারেনি।

সরকারের পতনের পর নির্বাচন কমিশনের ভেতরেও চলছে অস্থিরতা৷ ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে রদবদল চলছে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া কমিশনও পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, স্যার পদত্যাগের চিন্তা ভাবনা করছেন। তাদের মধ্যে যাওয়ার আগে ব্রিফ করার পক্ষেও মতামত দিচ্ছেন।

এদিকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে বুধবারও কয়েকটি দলের নেতাকর্মীরা নির্বাচন ভবনে এসেছেন। এদের মধ্যে রয়েছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মো. মশিউজ্জামান ও গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।