ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি: কর্মকর্তাদের টেবিলে জমা ৪ লাখ ৭০ হাজার আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এনআইডি: কর্মকর্তাদের টেবিলে জমা ৪ লাখ ৭০ হাজার আবেদন

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৪ লাখ ৭০ হাজার আবেদন বিভিন্ন কর্মকর্তার টেবিলে জমে আছে। এতে বাড়ছে ভোগান্তি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসির উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। এদের মধ্যে ক ক্যাটাগরির ১৫ হাজার ১৪০, ক-১ ক্যাটাগরির এক হাজার ২৮৪, খ ক্যাটাগরির ৭৭ হাজার ৪০৩, খ-১ ক্যাটাগরির ৬ হাজার ৪৮৭, গ ক্যাটাগরির ১ লাখ ৬৪ হাজার ৩০৪, গ-১ ক্যাটাগরির ৮ হাজার ৮২১, ঘ ক্যাটাগরির ৮ হাজার ২২১টি আবেদন জমা পড়ে আছে। এখনও ২৪ হাজার ৯৭১ আবেদনের ক্যাটাগরি করা হয়নি।

অন্যদিকে সেন্ড ব্যাক টু সিটিজেন (তথ্যের ঘাতটি জনিত) ক্যাটাগরিতে ৪০ হাজার ২৩০, তদন্ত হয়নি ৭৩ হাজার ৭২৫, শুনানির অপেক্ষায় ২২ হাজার ৬৭১ ও অতিরিক্ত তথ্যের ঘাটতিজনিত ৩৪ হাজার ৯৫৫টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। অর্থাৎ, মোট চার লাখ ৭০ হাজার ৯৩১টি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, এনআইডি সেবাকে ত্বরান্বিত করতে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া হয়েছে। ঝুলে থাকা আবেদন আগামী ১৫ দিনের মধ্যে শূন্য পর্যায়ে নামিয়ে আনতে সব কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।