ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিইসির সঙ্গে কাজ করতে চায় তুরস্কের ইলেকশন কাউন্সিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
বিইসির সঙ্গে কাজ করতে চায় তুরস্কের ইলেকশন কাউন্সিল

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশনের (বিইসি) সঙ্গে কাজ করতে চায় তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল।

সোমবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক বৈঠকে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এ আগ্রহ প্রকাশ করে বলে গণমাধ্যমকে জানান বিইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

তুরস্কের প্রতিনিধিদল মূলত বাংলাদেশের ইলেক্টোরাল ব্যবস্থা সাথে তুরস্কের ইলেক্টোরাল ব্যবস্থার সাথে যে মিল আছে সেগুলো তুলে ধরেন। এছাড়া তারা বলেন, আমাদের পলিটিক্যাল ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছে।

এ সময় তারা সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।  

ভবিষ্যতে ইলেকশন নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের মতোই আইন মেনে ইলেকশন কমিশন গঠন করা হয় বলে তারা উল্লেখ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমসহ এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।