ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে ময়মনসিংহ থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে ময়মনসিংহ থেকে নির্বাচন কমিশন ভবন

ময়মনসিংহ: এবার বাড়ি বাড়ি গিয়ে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আর ময়মনসিংহ থেকেই মঙ্গলবার (২৫ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। 

চার নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এদিন নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর তারা ফিরে যাবেন ঢাকায়।

 

সূত্র জানায়, এবার ৩৫ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কার্যক্রম চলবে কমপক্ষে এক মাস তিন দিন।  

২০১৮ সালের ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে এর চূড়ান্ত তালিকা।

ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময় ০৩০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।