ইসির জনসংযোগ শাখা বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে। এতে আগামী ১৭ আগস্ট বেলা ১১টায় সময় নির্ধারণ করে ফাইল উপস্থাপন করা হয়েছে বলে জানা যায়।
জানা যায়, ৫৮ জন সাংবাদিকের তালিকা করা হয়েছে। এদের মধ্য থেকে গুরুত্ব বিবেচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত দেবে কমিশন। তালিকায় দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক ক্যাটাগরি করা হয়েছে।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, তালিকা প্রস্তুত করে উপস্থাপন করা হয়েছে। কখন ও কতজন সাংবাদিকের সঙ্গে সংলাপ হবে নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত দেবে।
নির্বাচন কমিশন গণমাধ্যমের পর এনজিও, রাজনৈতিক দল ও নারী প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করবে।
সংবিধান অনুযায়ী, ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
ইইউডি/এএ